তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
Published : 01 Feb 2025, 11:15 PM
ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির ‘মিটার রিডার কাম মেসেঞ্জার’ পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২০ যুবক গ্রেপ্তার হয়েছেন।
শনিবার দুপুরে শহরের চারটি কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করেন দায়িত্বরত নির্বাহী হাকিম।
গ্রেপ্তাররা হলেন, রফিকুল ইসলাম (২০), মো. তারেক (২০), মিঠু সরকার (২৮), মো. মামুন অর রশিদ(২৮), ইদ্রিস আলি (২৮), ফয়সাল মিয়া (৩২), সাহেদ জুয়েল (৩১), আরিফুল ইসলাম (৩৪), আমিনুল ইসলাম (২৯), মো. রুবেল আহমেদ (২৫), আমির হোসেন (৩২), সুমন মিরা (২৫), আকমল হোসেন (৩২), রাসেল (৩০), মুজাহিদ (৩০), মাজহারুল (২৯), আসাদুজ্জামান (৩০), মুশফিক (৩০), আল আমিন (২৫) ও মো. খলিল (২৩)।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘মিটার রিডার কাম মেসেঞ্জার’ পদে নিয়োগ পরীক্ষা শনিবার শহরের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকলীন প্রার্থীদের প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে সাতজন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে সাতজন ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ছয়জনকে আটক করা হয়।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারিক হাকিম সজীব তালুকদার বলেন, তিনি ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষায় প্রবেশপত্র জালিয়াতি করে অংশ নেওয়ায় দুটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “পরীক্ষা কেন্দ্র থেকে আটক ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে সমিতির এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। রোববার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”