ওই যুবকের হাতের বুড়ো আঙুলও কেটে ফেলা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান।
Published : 02 Mar 2025, 11:47 PM
ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে যুবকের হাতের বুড়ো আঙুল কেটে হাত-পা ভেঙে দুই চোখ তুলে ফেলার ঘটনা ঘটেছে।
রোববার নজরুলনগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান।
আহত শাহাজাহান মিন্টিজ (৪০) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে গ্রামপুলিশ সোহরাব হোসেন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন বলেন, “মিন্টিজ নামে ওই ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছে। তার হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, “মো. সাকিব ও তার দলবল এ কাজে জড়িত।”
অভিযোগ অস্বীকার করে সাকিব বলেন, “চুরির জন্য স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।”
ওসি এরশাদুল হক বলেন, “খবর পেয়ে মিন্টিজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”