ফুলতলায় লরির চাকায় পিষ্ট হয়ে একজন এবং পাইকগাছা-কয়রা সড়কে ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত হয় বলে জানায় পুলিশ।
Published : 08 Apr 2024, 08:42 PM
খুলনার ফুলতলায় গ্যাসবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক এবং পাইকগাছায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক।
সোমবার সকালে ফুলতলা থানার খুলনা-যশোর মহাসড়কে এবং পাইকগাছা-কয়রা সড়কের মৌখালী বাজার এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট থানার পুলিশ।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মামলার হাজিরা দিতে খায়রুল আলম তার এলাকার ইসা ঢালীর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে খুলনায় যাচ্ছিলেন।
পথে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলে খায়রুল আলম মারা যান; আর চালক ইসা ঢালী আহত হন।
নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে। আহত ইসা ঢালীকে (৪৮) প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ওবায়দুর জানান, এ ঘটনায় খায়রুল আলমের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (৩৩) নামে পাইকগাছা থানায় মামলা করেছেন। এ ছাড়া মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
অপরদিকে সকাল ৯টায় খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা মোটরশ্রমিক ইউনিয়নের সামনে লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
নিহত মো. সোহেল (৪৮) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম জানান, যশোর কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্মরত সোহেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে পেছন থেকে গ্যাসবাহী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পর পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি রফিকুল।