দুই বছর আগে লিটুর বড় ভাই মোল্লা হেমায়েত হোসেন লিপুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল।
Published : 12 Apr 2024, 11:54 PM
যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলার রাজঘাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান।
গুলিবিদ্ধরা হচ্ছেন- খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু (৫০) এবং একই উপজেলার দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম সবুজ (৩০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অভয়নগরের রাজঘাট বাজার ফুলতলা সদর ইউনিয়ন লাগোয়া। লিটু ও সবুজ রাজঘাট বাজারের মোস্তাকের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুজন ওই দোকানে এসে তাদেরকে পিস্তল দিয়ে গুলি করেন।
ওসি শুভ্র প্রকাশ বলেন, দুজনের পেটে গুলি লেগেছে। তাদেরকে স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নিয়ে যান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে।
যশোর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুই বছর আগে লিটুর বড় ভাই মোল্লা হেমায়েত হোসেন লিপুকে গুলি করে হত্যা করা হয়েছিল।