পুলিশ জানায়, ধান উড়ানোর স্ট্যান্ড ফ্যানের সঙ্গে মনোয়ারার শরীরের অংশ লেগে যায়।
Published : 26 Apr 2025, 05:03 PM
চাঁদপুরে সদর উপজেলায় ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কা বাঁধ গুলিশা গ্রামের শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি বাহার মিয়া জানান।
নিহত মনোয়ারা বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বাহার বলেন, মনোয়ারা তার ছেলেসহ সকালে ধান উড়াতে যান। এ সময় ধান উড়ানোর স্ট্যান্ড ফ্যানের সঙ্গে মনোয়ারার শরীরের অংশ লেগে যায়। এতে ফ্যানসহ পড়ে যান তিনি।
“পরে মনোয়ারার ছেলে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।