জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটে।
Published : 01 Mar 2025, 05:15 PM
চাঁদপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, ও হাজীগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে বলে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান জানান।
নিহতরা হল- সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মাইমুনা, ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছরের ছেলে জুনায়েদ।
মাইমুনার পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তার খোঁজ মিলছে না। পরে তাকে পুকুরে ভেসে উঠতে দেখা যায়।
জুনায়েদের পরিবার জানায়, পরিবারের অন্যন্যা সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ জুনায়েদের খোঁজ পাওয়া যাচ্ছিলা না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে উঠতে।
মিরাজের বাবা আহমেদ শেখ বলেন, “শনিবার সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে মিরাজকে হাসপাতালে নেওয়া হয়।”
চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, “পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ”