খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে।
Published : 12 Sep 2024, 08:37 PM
শেরপুরে জমির বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ফতু মুন্সীর মোড় এলাকায় এ ঘট্না ঘটে বলে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
নিহতরা হলেন- জঙ্গলদী গ্রামের প্রয়াত কালু খাঁর ছেলে লালু খাঁ (৫৫) ও একই এলাকার প্রয়াত নহর খাঁর ছেলে মোগর খাঁ (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আছে। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে জঙ্গলদী ফতু মুন্সীর দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক লালু খাঁকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোগর খাঁ।
নিহত লালু খাঁর মেয়ের জামাই দুলাল উদ্দিন বলেন, “ওই জমির আরওআর, সিএস, বিআরএস সব আমাদের নামে। এরপরও সুতারবাড়ির লোকেরা জোর করে জমি দখল করে রেখেছে। আর আজকে দুজনকে মেরেও ফেলল। আমরা এই মার্ডারের দ্রুত বিচার চাই।”
লালু খাঁর নাতি মো. কফিল উদ্দিন বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে আজ তর্কাতর্কি করার এক পর্যায়ে সুতার বাড়ির লোকজন আমার নানাকে মাইরা ফেলছে। আরও অনেকজনকে আহত করছে। আমি এই হত্যার বিচার চাই।”
এলাকাবাসী বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান। হয়ত কিছুদিনের মধ্যে ফয়সালাও হয়ে যেত। কিন্তু এর আগেই দুটি প্রাণ ঝরে গেল।
এদিকে, দুজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সুতারবাড়িতে ও তাদের দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”