সকালে ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন আকাশ থেকে নীচে পড়ে গেলে মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
Published : 02 Feb 2025, 10:10 PM
নিরাপত্তা ও জনস্বার্থে ইজতেমা ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন বা ড্রোন ক্যামেরা উড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ।
রোববার সকালে ড্রোন উড়ানোকে কেন্দ্র করে আতঙ্ক এবং ইজতেমা ময়দানে জড়ো হওয়া মানুষদের মধ্যে হুড়োহুড়িতে আহতের ঘটনার পর বিকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান এক বিজ্ঞপ্তিতে নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশের ধর্মপ্রাণ লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে আসেন। তাদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ছাড়া ড্রোন, ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার করা যাবে না।
ইজতেমা ময়দানে আছড়ে পড়ল ড্রোন, হুড়োহুড়িতে আহত ৪১
২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দেশ বলবৎ থাকবে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত চলাকালে ময়দানে একটি ড্রোন আকাশ থেকে নীচে পড়ে গেলে মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এতে প্রায় অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে।