Published : 29 Apr 2025, 01:44 PM
নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলববার বেলা ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী সেলিনা বেগম বাসাইল এলাকার বশির উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাতে এসআই জহিরুল বলেন, “চার সন্তানের জননী সেলিনা দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।”
নিহতের ছেলে ওমর ইয়াসিন বলছেন, তার মা দীর্ঘদিন ধরে ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সেলিনার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এসআই জহিরুল ইসলাম জানান।