Published : 29 Apr 2025, 07:21 PM
জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের কাঁচির আঘাতে প্রবাসী এক যুবকের মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে।
মঙ্গলবার নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
নিহত রুবেল আহমেদ এহিয়া (২৫) উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।
পাঁচ বছর ধরে তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। আগামী ৫ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।
মামলার বরাতে ওসি বলেন, “পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার সকালে বাগজুর গ্রামে সালিশ চলছিল। এ সময় বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান রুবেল।’’
ওসি আরও বলেন, মামলায় বড় ভাই জাকারিয়াকে প্রধান আসামি করা হয়েছে। তাকে আটকে অভিযান চলমান রয়েছে।