আটকরা ভালো কাজের আশায় ভারত যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন।
Published : 13 Nov 2024, 11:48 PM
যশোরের শার্শা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান।
আটকদের মধ্যে শারমিন আক্তার (৫৩) কক্সবাজারের কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার প্রয়াত আলম হাওলাদারের মেয়ে। অন্য দুজন কিশোরী।
বিজিবির রবিউজ্জামান বলেন, কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্তে অবস্থান করছেন, এমন খবর পেয়ে বিজিবির একটি দল সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় মাঠের একটি ডিপ মেশিনের ঘর হতে ওই তিনজনকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আটকরা ভালো কাজের আশায় ভারত যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানান রবিউজ্জামান।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।