হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক নিজের স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ওই হোটেলে উঠেন।
Published : 18 Aug 2024, 09:24 PM
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে ওই এলাকার আল হেরা নামে একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান।
নিহত মোহাম্মদ সেলিম (৪২) জেলার ঈদগাঁও উপজেলার সাতঘটিয়াপাড়ার ইউসুফ আলীর ছেলে।
তার স্ত্রী কামরুন নাহার বলেন, শনিবার দুপুরে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপর থেকে তার খোঁজ ছিল না।
কামরুন নাহার বলেন, স্বামীর নম্বরে রোববার দুপুরে ফোন করলে পুলিশ রিসিভ করে মৃত্যুর বিষয়টি জানায়।
পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গিয়ে স্বামীর পরিচয় শনাক্ত করেন তিনি। তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে বলে জানান কামরুন।
ওসি মো. রকিবুজ্জামান বলেন, শনিবার নিজের স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ওই হোটেলে ওঠেন সেলিম। রোববার দুপুরে হোটেলের লোক কক্ষ পরিষ্কারে গিয়ে সেলিমের লাশ দেখতে পান। তখন স্ত্রী পরিচয় দেওয়া নারীটিকে কক্ষে দেখা যায়নি। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান।
ওসি আরও জানান, হোটেল কর্তৃপক্ষের কাছে ওই ব্যক্তির নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নিহতের ফোনে আসা একটি কলের সূত্র ধরে তার পরিচয় জানা যায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে জানিয়ে ওসি মো. রকিবুজ্জামান বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।”
ইতোমধ্যে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজসহ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে; এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।