ইসি আলমগীর বলেন, “বিদেশিদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার কোনো অধিকারও তাদের নেই।”
Published : 06 Dec 2023, 05:00 PM
যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি অমান্য করবেন, তাদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, “অনেকেই আচরণবিধি পড়েন না। কোন প্রার্থী বার বার আচরণবিধি ভঙ্গ করলে আর ক্ষমা করা হবে না।”
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার, তাই করা হবে বলে আবারও মনে করিয়ে দেন তিনি।
বিদেশিদের চাপ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, “নির্বাচন কমিশনের উপর বিদেশিদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার কোনো অধিকারও তাদের নেই।”
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।