আবু তাহের দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে এই টাকা আত্মসাৎ করেন বলে মামলায় বলা হয়েছে।
Published : 17 Mar 2025, 09:46 PM
কুমিল্লা আইনজীবী সমিতির সাড়ে চার কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার হাই কোর্টের নির্দেশে কুমিল্লা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান।
এদিকে দুপুরে আবু তাহের আদালতে হাজির হলে বিক্ষুব্ধরা তার বিরুদ্ধে স্লোগান দেয়। কেউ কেউ গায়েও হাত তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আবু তাহেরকে এজলাস কক্ষে নিয়ে যায় এবং সেখান থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠায়।
আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মামলার বরাতে আইনজীবী জানান, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর সমিতির চার কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু তাহের এবং হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা হয়। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ মামলা করেন।
লেজার বইয়ে ওভাররাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে এই টাকা আত্মসাৎ করেন।
২০২৪ সালের ৬ নভেম্বর সমিতির সাধারণ সভায় আবু তাহেরের সাধারণ সদস্য পদ স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়।