জব্দ করা চিনির বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলছে পুলিশ
Published : 17 Nov 2024, 06:52 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিন শতাধিক বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোবাবর ভোরে উপজেলার উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় ‘মেসার্স আমিনুল স্টোরের’ সামনে থেকে চিনিগুলো জব্দ করেন তারা।
আটকরা হলেন- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)।
ওসি বলেন, “মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকারীরা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাকসহ অবস্থান করছে বলে গোপন খবর পান তারা। এ সময় সেখানে অভিযান চালিয়ে চিনিবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
“পরে ট্রাক থেকে ৩১৬ বস্তা ভারতীয় চিনি এবং পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।”
প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে; যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।