নেত্রকোণায় জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
Published : 10 Sep 2024, 05:49 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক ‘চোরাকারবারির’ গুদাম থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার মধ্যরাতে উপজেলার এতিমখানা রোড এলাকায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব জব্দ করে বলে জানান কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
স্থানীয়রা জানান, উপজেলার গারো পাহাড় অঞ্চলে ভারতীয় বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘদিন ধরে মাদক, মসলা, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী অবৈধভাবে নিয়ে আসছে। মাঝে মাঝে বিজিবি, পুলিশ অভিযান চালিয়ে কিছু পণ্য জব্দ করলেও তা বন্ধ হচ্ছে না।
সোমবার মধ্যরাতে গোপন খবর পেয়ে ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চোরাকারবারি রফিকের গুদামঘর থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করে।
মঙ্গলবার সকালে ক্যাপ্টেন আসিফ প্রামানিক জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
এ ঘটনায় কলমাকান্দা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।