সিলেট নগরীতে বালু বোঝাই ট্রাক থেকে ৩০০ এবং গোয়াইনঘাট উপজেলা নৌকা থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
Published : 07 Jul 2024, 09:01 PM
সিলেটে বালু বোঝাই ট্রাক ও দুটি নৌকা থেকে ৪৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
রোববার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকালে দক্ষিণ সুরমার পীর হাবিবুর রহমান চত্বর থেকে বালু বোঝাই ট্রাক থেকে ৩০০ বস্তা চিনি জব্দ ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (৩৪) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত উপকমিশনার সাইফুল বলেন, “পাথর বোঝাই ট্রাকের পর এবার বালুর নিচে করে চিনি চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো আটক করেছে।
“পুলিশ সদস্যরা ট্রাকে উঠে বালু সরালে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় কোনো কিছুর অস্তিত্ব পান। পরে ত্রিপল সরালে ভেতরে থরে থরে সাজানো ভারতীয় চিনির ৩০০ বস্তা বেরিয়ে আসে। যার ওজন পনেরো হাজার কেজি; বাজারমূল্য ১৮ লাখ টাকা।”
সাইফুল আরও বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ট্রাকচালক জাকির হোসেনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
“মামলায় জাকিরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ ট্রাক ও চিনি পুলিশের হেফাজতে আছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম তিনি বলেন, “রোববার সকালে উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে দুটি নৌকা বোঝাই ১৪০ বস্তা চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।”