ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তারের পরে তার দেওয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
Published : 01 Aug 2024, 10:57 PM
ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে ১২টি হাতবোমা ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শহরের চকবাজারে দলটির জেলা কার্যালয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. মোরশেদ আলম।
তিনি জানান, বুধবার রাতে তাকবির নামে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়।
“অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি দ্রুতই আইনের আওতায় আনব।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সালাউদ্দিন আহমেদ, কোতয়ালী থানার ওসি হাসানুজ্জামান।
জামায়াতে ইসলামীর কার্যালয়কে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।