ফেনীতে ১২ হাজার ইয়াবা উদ্ধার, মা-মেয়েসহ আটক ৩

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে।

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 01:55 PM
Updated : 7 Dec 2022, 01:55 PM

ফেনী সদরে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মা-মেয়েসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালপোলে মুহুরী ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।

আটকরা হলেন কক্সবাজার সদরের মোস্তাকপাড়ার দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা (৫৫), তার মেয়ে হাসিনা বেগম (৩৮) ও নুরুল আফসার (২৮)।

র‌্যাব জানায়, লালপোল মুহুরী ফিলিং স্টেশনের সামনে মাদকদ্রব্যসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছিলেন দুই নারী ও এক পুরুষ। র‌্যাব তাদের আটকের পর তাদের দুইটি ভ্যানিটি ব্যাগ এবং যুবকের পরিহিত প্যান্টের পকেট থেকে ১২ হাজার ২৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের জিঙ্গাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, ঢাকাসহ পাশের জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছিলেন।

মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও জানান, আটক আসামি ও উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে র‌্যাব।