নদীতে ডুব দিয়ে ৩৫ কেজির বাঘাড় ধরেছিলেন যুবক, কিন্তু...
Published : 01 Feb 2024, 10:11 PM
সিলেটে কুশিয়ারা নদীতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ।
নিহত যুবক বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে দেলোওয়ার আহমদ (৩৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দেলোওয়ার ও তিনজন কুশিয়ারা নদীতে অক্সিজেন সিলিন্ডান সঙ্গে নিয়ে ডুব দিয়ে নদীর গভীর থেকে মাছ ধরেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেলোওয়ার একইভাবে মাছ ধরতে ওই নদীতে ডুব দেন। ৩৫ কেজি ওজনের বাঘাড় মাছ ধরে সঙ্গে থাকা রশিতে বাঁধেন।
ওসি আরও জানান, নদীর তীরে থাকা তার সহযোগিরা রশিটি টেনে মাছটি উঠালেও পানির নিচ থেকে ফেরেননি দেলোওয়ার। পরে অন্য জেলেরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ তাদের হেফাজতে নেন।
তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জাবেদ মাসুদ।