এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
Published : 01 Apr 2024, 02:15 AM
ঝালকাঠির নলছিটি উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি।
নিহত মো. রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরআইচা এলাকার আছমত আলী মৃধার ছেলে। তিনি বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি জানান, রিয়াজুল ইসলাম সবুজ মোটরসাইকেল নিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। তিনি রাত ১০টার দিকে কাঠেরঘর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সবুজ গুরুতর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রীও আহত হন।
দুর্ঘটনা কবলিত বাহনগুলি পুলিশ হেফাজতে রেখেছে জানিয়ে পরিদর্শক মনোরঞ্জন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]