দিনাজপুরে বাস ও পিক-আপের সংঘর্ষে নিহত ৩

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলে রাস্তার এক পাশে কাজ চলছিল; বৃষ্টিতে রাস্তা ভেজা ছিল; দুটি গাড়িরই গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 03:40 PM
Updated : 20 March 2023, 03:40 PM

দিনাজপুর সদরে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে এক পিক-আপ চালকসহ তিনজন নিহত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় দশমাইল টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পিক-আপ চালক ফয়জার রহমান (৪৫), চালকের সহযোগী সোহান (২০) ও মোস্তাকিম (১৯)। তাদের সবার বাড়ি চিরিরবন্দরের রানীরবন্দর এলাকায় এবং তারা সবাই পুরাতন ব্যাটারির ব্যবসায়ী। 

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিআরটিসির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। দশমাইল টেক্সটাইল মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

“সেখানে রাস্তার এক পাশে কাজ চলছিল এবং বৃষ্টির কারণে রাস্তা ভেজা ছিল। দুটি গাড়িরই গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে।” 

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।