এ ছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
Published : 26 Jan 2025, 07:40 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় সাড়ে চার কেজি হেরোইন জব্দের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান।
দণ্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান (২৯) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুগরী (শান্তি মোড়) এলাকার বাসিন্দা।
জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকার আদেশ দেওয়া হয়েছে।
মামলার নথির বরাতে আইনজীবী আব্দুল ওদুদ বলেন, গোপন সংবাদে ২০২২ সালের ২০ অগাস্ট আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা মিজানুরের বাড়িতে তল্লাশি চালায়। তখন তার শয়নকক্ষের খাটের নিচে শপিং ব্যাগে রাখা ৫০টি প্যাকেটে মোড়ানো চার কেজি ৪২০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
মিজানুরের বিরুদ্ধে ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার তখনকার এসআই মো. নুরুন্নবী ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।