অগ্নিকাণ্ডে আসবাবপত্র, টাকা, স্বর্ণালঙ্কারসহ ঘরে মজুদকৃত খাদ্যশস্য পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর।
Published : 12 Feb 2025, 01:45 AM
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি পরিবারের ২৫টি বসতঘর।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক।
তিনি বলেন, “দুপুরে ১টার দিকে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই, দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে, ৪০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে।”
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
তবে অগ্নিকাণ্ডে আসবাবপত্র, টাকা, স্বর্ণালঙ্কারসহ ঘরে মজুদকৃত খাদ্যশস্য পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- ওই এলাকার আসির উদ্দীন, নজরুল ইসলাম, সাদেকুল, কুলসুম, বসির উদ্দীন, মজিবর, মফিজুল, আশু ও হায়দার।
ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম বলেন, “রান্নাঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। “
এছাড়া সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতেও আহ্বান জানিয়েছেন এ জনপ্রতিনিধি।