পিপি জানান, এ মামলা থেকে ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
Published : 12 Jun 2024, 04:37 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম চার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসূল জানান।
দণ্ডিতরা হলেন- উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার এবং পশ্চিম কামদেবপুর গ্রামের ফারুক মল্লিক ও মধ্য কামদেবপুর গ্রামের সাইদুল ইসলাম খান।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২৩ মার্চ দুপুরে প্রকাশ্যে নাচনমহল ব্রিজের ঢালে স্থানীয় যুবক সাইদুল ওরফে কানবালাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত কানবালা একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং এক সময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সঙ্গেই কাজ করত। কিন্তু কানবালা কবিরের ছত্রছায়া থেকে চলে আসার কারণে প্রতিহিংসার সূত্র ধরেই এই হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২০ সালের ২৮ মার্চ আদালতে ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে বুধবার এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “এ মামলা থেকে ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।”
আসামি পক্ষের আইনজীবী মু. নাসির উদ্দিন কবীর বলেন, “মামলার অভিযোগপত্রে ঘটনাস্থল সুনির্দিষ্ট নয় । তা ছাড়া চেইন অব এভিডেন্স নেই। এ ব্যাপারে উচ্চ আদালতে আবেদন করা হবে।”