আহত খলিলুরের শরীরের ১০ শতাংশ পুড়েছে।
Published : 17 Jan 2025, 10:19 PM
নেত্রকোণার দুর্গাপুরে ‘জমি নিয়ে বিরোধে’ এক কৃষকের শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে ওই ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
আহত খলিলুর রহমানকে (৫০) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০ শতাংশ পুড়েছে।
মামলার অভিযোগে বলা হয়, নাওদ্বারা গ্রামের খলিলুরের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে প্রতিবেশী আব্দুল হান্নান ও মিজান মিয়ার। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেন খলিলুর। এরপর বুধবার রাতে ঘরের বাইরে বের হলে হঠাৎ পেছন থেকে তার শরীরে অ্যাসিড ছুড়লে পিঠ ঝলসে যায়।
খলিলুরের ছেলে মিজানুর রহমান বলেন, “রাতে বাবার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি হান্নান ও শরীফ পালিয়ে যাচ্ছে। পরে বাবাকে হাসপাতালে ভর্তি করি।”
বর্তমানে খলিলুরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান।
ঘটনার পরদিন খলিলুরের পরিবার দুর্গাপুর থানায় মামলা করলে পুলিশ শরিফ মিয়া (৩৬) নামে গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়ার একজনকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।