Published : 28 Apr 2025, 11:58 AM
নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসয় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহার হোসেন জানিয়েছেন।
মৃত আরাফাত মিয়া (৯) তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
ইউপি সদস্য মোতাহার বলেন, “আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। প্রতিদিনের মত ভোরে ফজরের নামাজ শেষে মাদ্রাসায় যাচ্ছিল সে। তখন বৃষ্টি হচ্ছিল।
“মাদ্রাসার সামনে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত।”
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “আরাফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বজ্রপাতে মারা গেছে বলে খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।”