রাসায়নিক দিয়ে বানানো অনুমোদনহীন এক প্রকার তরল পণ্যের চার হাজার ৩২০টি প্যাকেট জব্দ করা হয়।
Published : 12 Apr 2025, 07:26 PM
চুয়াডাঙ্গার জীবননগরে রাসায়নিক দিয়ে বানানো অনুমোদনহীন তরল পণ্য বিক্রি করায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে উপজেলার কাশিপুর মাঠপাড়া এলাকার রত্মা সুপার ড্রিংকস নামের দোকানে এ অভিযানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান।
অভিযানের নেতৃত্ব দেওয়া মামুনুল হাসান বলেন, জরিমানা আদায় ছাড়াও ওই দোকান থেকে মানহীন চার হাজার ৩২০ প্যাকেট তরল জব্দের পর সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম।