ছাত্র আন্দোলনের কুমিল্লার এক সমন্বয়ক বলেন, সবজিসহ অন্য নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
Published : 26 Oct 2024, 12:40 AM
সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চালু হল ন্যায্যমূল্যের বাজার।
শুক্রবার বেলা ১১টা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে এই নিত্যপণ্যের বাজার বসিয়েছেন শিক্ষার্থীরা।
‘কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’ স্লোগানে বাজারে চলে প্রথম দিনের বেচা-কেনা।
এখন থেকে কম দামে বাজার করতে পেরে খুশি ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সায়, লাউ প্রতি পিস ৩০ টাকা, কচুর লতি ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া আলু প্রতি কেজি ৫৫, পেঁয়াজ ১০০ ও রসুন ২১০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
সবজি কিনতে আসা কান্দিরপাড় এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা তরকারিসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে কম দামে। তাই কিছু তরকারি কিনেছি। এমন উদ্যোগে আমরা আনন্দিত।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার সমন্বয়ক মো. দোলোয়ার হোসেন বলেন, “সবজিসহ অন্যান্য নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আমরা সব সিন্ডিকেট ভেঙে দিতে চাই।
তিনি বলেন, “আজকে আমরা প্রায় ১ হাজার মানুষ ক্রয় করতে পারবে, এই পরিমাণে বিভিন্ন সবজিসহ নিত্যপণ্য বিক্রি করছি। সামনে এই পরিধি আরও বাড়বে।”
তোফাজ্জল হোসেন নামে এক ক্রেতা বলেন, “আমরা চাই এই কার্যক্রম অব্যাহত থাকুক। তাহলে সবজিকে কেন্দ্র করে ঘরে ওঠা সিন্ডিকেট ভেঙে পড়বে।”