দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়, বলছেন স্থানীয়রা।
Published : 21 Mar 2025, 01:35 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষ ঘটে বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।
বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে শামসু মেম্বার রয়েছেন।
চাঁনপুরের ইউপি চেয়ারম্যান মোমেন সরকার দুজনের নিহতের খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মৌহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও বারেক হাজির ছেলে বাশার (৩৫)। তারা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য।
আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলেন, পূর্ব বিরোধের জেরে কয়েকমাস ধরে সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলেন। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় তাদের প্রতিহত করতে চান। এ সময় আমিন ও বাশার নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন অন্তত ১০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।
নিহত দুইজনের লাশ রায়পুরা হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।