স্থানীয়রা জানান, প্রায় রাতেই ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটছে।
Published : 31 Oct 2024, 07:31 PM
গাজীপুরের শ্রীপুরে সড়কে প্রাইভেট কার আটকে ডাকাতির ঘটনা ঘটেছে; গাড়ির চাবি না দেওয়ায় চালককে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার রাত ১টার দিকে কালিয়াকৈর-মাওনা সড়কের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড় ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগের বরাতে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় রাতেই ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ব্যবসায়ীক কাজ শেষে রাতে কালিয়াকৈর থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকার (৪২)। সঙ্গে ছিলেন তার সহযোগী সালাউদ্দিন আহমেদ সোহাগ।
শরীফুল ইসলাম বলেন, রাত ১টার দিকে কালিয়াকৈর-মাওনা সড়কের পাথারপাড় ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে ৭-৮ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সড়কের উপর পিকআপ গাড়ি রেখে তাদের প্রাইভেট কারের গতিরোধ করে।
তিনি বলেন, হাফপ্যান্ট পরা ডাকাতদের মধ্যে পাঁচজনের শরীরে কোনো জামা ছিল না; তিনজনের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
ডাকাতরা রাম দা দিয়ে তার গাড়ির সামনে ও পেছনের কাচ ভেঙে ফেলে। পরে তাদের কাছ থেকে সোনার চেইন, আংটি, ব্রেসলেট লুটে নেয়।
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল এক ব্যক্তির
অস্ত্রের মুখে খুনের হুমকি দিলে তাদের দুইজনের কাছ থেকে নগদ এক লাখ ৩৫ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা।
এক ডাকাত প্রাইভেট কারের চাবি নেওয়ার জন্য চালক মইনুলকে (৩০) কুপিয়ে আহত করে।
পরে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মইনুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শরীফুল ইসলাম সরকার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “সড়কে ডাকাতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”