যশোর সীমান্তে ৮ সোনার বার, বাইক ফেলে পালিয়েছে পাচারকারী

বিজিবি জানিয়েছে, ১৩ মাসে মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে; যার বাজারমূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 03:45 PM
Updated : 15 Feb 2023, 03:45 PM

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। 

বুধবার বিকালে উপজেলার পাঁচভূলোট ও অগ্রভূলোট বিওপির মধ্যবর্তী নয়কোণা বটতলার মোড় এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান। 

বিজিবি জানায়, সোনা পাচারের খবর পেয়ে গোপনে বিজিবির একটি টহলদল নয়কোণা বটতলার মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামতে বললে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা লাঠি দিয়ে আঘাত করলে পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে ওই মোটরসাইকেল তল্লাশি করে আটটি সোনার বার পাওয়া যায়। সোনার ওজন ৯৩২ গ্রাম। এর বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা। এবং মোটরসাইকেলের মূল্য দেড় লাখ টাকা। 

আটক সোনার বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা ব্যাটালিয়ন (বেনাপোল শূন্যরেখার দক্ষিণ থেকে রুদ্রপুর পর্যন্ত) ২৫টি অভিযান চালিয়ে মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম সোনা জব্দ করেছে। এর বাজারমূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। এ সময় আটক করা হয়েছে ২৩ জনকে।