সাজা ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে দীর্ঘ বছর তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানায়।
Published : 16 Dec 2024, 11:37 PM
ফেনীতে অস্ত্র মামলায় ১৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১০ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে ঢাকার সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার জানান।
গ্রেপ্তার মো. হেলাল উদ্দিন তসলিম (৪৪) ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের বেলাল চৌকিদারের ছেলে।
র্যাব জানায়, ১০ বছর আগে পরশুরাম মডেল থানায় হওয়া অস্ত্র মামলায় ১৫ বছরের সাজা দেয় আদালত। এরপর থেকে পলাতক তসলিম সাভার মডেল থানাধীন রাজাবাড়ি এলাকায় অবস্থানের খবরে অভিযান চালায় র্যাব। সেখানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তসলিম র্যাবকে জানান, আদালতে সাজা ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে দীর্ঘ বছর তিনি ঢাকা জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার বলেন, গ্রেপ্তার আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।