খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
Published : 10 Feb 2025, 11:22 PM
পাহাড়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, “পাহাড়ের উন্নয়নে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ভুলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পার্বত্য এলাকায় কফি, কাজুবাদাম ও ইক্ষু চাষের মাধ্যমে কৃষি অর্থনীতির ব্যাপক উন্নয়নের আশা ব্যক্ত করেন।
বৈঠকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেন, “বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আওয়ামী লীগের বেশ কিছু নেতা এখনো প্রত্যন্ত পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন।”
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “সম্প্রতি ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইবে আমরা তাদেরকে গ্রেপ্তার করব।”
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা।
এর আগে খাগড়াছড়ি সদর উপজেলার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।