পৃথক অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল এবং ৭০০ ইয়াবা জব্দ করা হয়।
Published : 30 Nov 2023, 08:46 AM
সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল এবং ৭০০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির ওসি রওশন আলী এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের জিন্নাহ ফকির (৪৫), নলকা মধ্যপাড়ার সাখাওয়াত হোসেন (৪০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হাবিব (২৮), রাজশাহীর বেলপুকুর উপজেলার জামিরা মধ্যপাড়ার লাল ওরফে শাহাবুর (২২)।
ওসি বলেন, সোমবার সন্ধ্যায় নলকা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জিন্নাহ ও সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতশ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ছাড়া মঙ্গলবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে হাবিব ও শাহাবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনশ বোতল ফেনসিডিল এবং একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]