রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়, বলছে পুলিশ।
Published : 04 Mar 2025, 11:17 PM
বরিশালের গৌরনদীতে রাস্তার পার হওয়ার সময় বাসচাপায় এক শিশুর প্রাণ গেছে।
উপজেলার বাটাজোর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকের ওই ঘটনায় ক্ষোভে স্থানীয়রা বাসটিতে আগুন দেয় বলে গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন জানান।
নিহত ইয়াসিন সিকদারের (৯) বাড়ি আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের মিশ্রি পাড়ায়।
টিএসআই রুহুল আমিন বলেন, নানার সঙ্গে রাস্তা পার হচ্ছিল ইয়ামিন। সেসময় ভুরঘাটা থেকে বরিশালগামী হাওলাদার পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত হন তার নানা।
“ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।”