“নতুন করে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শুকনা পাতা আর মাটি ভিজিয়ে দিচ্ছি।”
Published : 06 May 2024, 12:39 PM
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখলেই পানি দেওয়া হচ্ছে। নতুন করে আগুনের বিস্তৃতি ঠেকাতে অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা।
সোমবার সকাল ৭টা থেকে এ কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বনবিভাগ, নৌবাহিনী ও স্থানীয় গ্রামবাসীরা তাদের সহায়তা করছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, “রোববার সকাল থেকে আজকে সকাল পর্যন্ত খুলনা ও বাগেরহাটের পাঁচটি ইউনিট সুন্দরবনে আগুন নেভানোর কাজ করছে। এখন অন্তত ৮০ শতাংশ এলাকায় কোনো আগুন বা ধোঁয়া দেখা যাচ্ছে না।
“তারপরও আজকে সারাদিন কাজ করব। নতুন করে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শুকনা পাতা আর মাটি ভিজিয়ে দিচ্ছি। আজকে সন্ধ্যার পর ঠিক করব, আরও কাজ করতে হবে কী-না।”
বনবিভাগের খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলছিলেন, “সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। বনের ভেতরে বড় কোনো আগুনের কুণ্ডলী বা ধোঁয়া নেই।তবে অল্প কিছু স্থানে মাঝেমধ্যে ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস সেসব স্থানে পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলছে।”
“বনে লাগা আগুন যেহেতু মাটির নিচ থেকে ছড়ায়, সেজন্য আরও দুই-তিনদিন আগুন লাগার স্থান নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।” যোগ করেন তিনি।
শনিবার দুপুরে আগুন লাগার পরেই বনবিভাগ ও স্থানীয় গ্রামবাসী তা নেভানোর কাজ শুরু করে।রোববার সকাল ৬টা থেকে ছয়টি ফায়ার পাম্পের মাধ্যমে রিলে সিস্টেমে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে পাম্প বসানোর মতো কোনো জায়গা না থাকায় সেগুলো বসানো হয় সুন্দরবন সংলগ্ন খালে নৌকায়।
তাদের সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ডসহ স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর কাজে যোগ দেয়। দিনভর তারা পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করে। বনের ভেতরে পানি ছিটানো হয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকেও।
বিকাল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড প্রথমদিনের মতো আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করে।
বনের চার একর এলাকাজুড়ে আগুনের বিস্তৃতি ঘটে বলে বনবিভাগ জানালেও কীভাবে আগুনের সূত্রপাত এবং বনের ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও বলতে পারেনি।
আরও পড়ুন:
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে নিবিড় পর্যবেক্ষণ থাকবে
সুন্দরবনে হেলিকপ্টারে ছিটানো হচ্ছে পানি, পুরোপুরি নেভেনি আগুন
সুন্দরবনে আগুন: ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করবে রোববার থেকে