পিকআপ ভ্যানে বসে কয়েকজন পুলিশ বাগবিতণ্ডায় লিপ্ত হন, এ দৃশ্যের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হন বলে অভিযোগ ওই সাংবাদিকের।
Published : 21 Mar 2025, 08:58 PM
রংপুরের বদরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে কমিটি হয়েছে বলে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান।
দায়িত্ব থেকে সরিয়ে নেওয়াদের মধ্যে আছেন বদরগঞ্জ থানার এএসআই রবিউল আলম, কনস্টেবল আল আমিন হোসেন ও মজিবুর রহমান।
ভুক্তভোগী এমএ সালাম বিশ্বাস দৈনিক আমার দেশ পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি।
আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার বিকালে বদরগঞ্জ থানার ভেতর থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান মূল ফটকের ১০০ গজ দূরে এসে থামে।
ভ্যানের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিজেরা বাগবিতণ্ডায় লিপ্ত হন।
এ দৃশ্যের ভিডিও করছিলেন সালাম বিশ্বাস।
তখন কনস্টেবল আল আমিন তাকে ভিডিও করতে নিষেধ করেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সালামকে বেধড়ক পেটাতে থাকেন কয়েকজন পুলিশ সদস্য।
পুলিশ থাবা দিয়ে সালামের ফোনটিও কেড়ে নেয়।
পরে সেখান থেকে ধরে তাকে থানায় ওসির সামনে নিয়ে আবারও মারধর করা হয় বলে তার অভিযোগ।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনা জানাজানি হলে ফুঁসে ওঠে রংপুরের সাংবাদিক সমাজ।
ওসিসহ পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
এর পরই রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে নেন ও ঘটনা তদন্তে কমিটি গঠন করেন।
এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন থানার ওসি একে এম আতিকুর রহমান। ওই তিন পুলিশ সদস্যও ক্ষমা চান।