“চার্জ গঠনের দিন মামলার আসামিদের বিচারক অব্যাহতি দিয়েছেন।”
Published : 30 Jan 2025, 09:17 PM
চাঁদার দাবিতে হত্যার চেষ্টা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্বদ্যালয়ের ১০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন তাদের খালাস দেন বলে বেঞ্চ সহকারী মো. চার্চিল জানিয়েছেন।
তিনি জানান, “চার্জ গঠনের দিন মামলার আসামিদের বিচারক অব্যাহতি দিয়েছেন।”
অব্যাহতি প্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মুয়িদুর রহমান বাকী (২৮), একই বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রনি (২৮), একই বিভাগের ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম সালেহী (৩৩), ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন বিপ্লব (২৬), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী আসিফ বিল্লাহ (২৪), লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান আদনান (২৪), মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আয়াত উল্লাহ (২৩), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী মো. সালাহউদ্দিন (২৬), বাংলা বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন জিহাদ (২৫) এবং কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী শওকত হোসেন (২৩)।
তারা সবাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মী বলে জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী অমিত হাসান রক্তিম।
মামলার বাদী ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আল সামাদ শান্তও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অপর পক্ষের নেতা বলে জানান তিনি।
মামলার বরাতে বেঞ্চ সহকারী চার্চিল বলেন, ২০২৩ সালের ৫ অগাষ্স্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষের ওপর অপর পক্ষ হামলা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র এবং জিআই পাইপ নিয়ে এক পক্ষ অপর পক্ষের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় ১৭ অগাষ্ট এক শিক্ষার্থী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করে মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগ ১০ জনকে আসামি করে ওই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
অব্যাহতি পাওয়া সব আসামি আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে আসামি পক্ষের আইনজীবী অমিত হাসান রক্তিম জানান।