“এই উদ্যোগ নেওয়ায় বেনাপোল কিছুটা হলেও যানজট মুক্ত হবে।”
Published : 07 Nov 2024, 09:05 PM
যশোর জেলা প্রশাসনের নির্দেশে বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু হয়েছে। এতে বেনাপোলবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস ও মিনিবাসকে বাধ্যতামূলকভাবে পৌর বাস টার্মিনাল ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে। অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার ওই নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে বাসগুলো পৌর টার্মিনালে আসতে শুরু করে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজীব হাসান বলেন, “বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় তিনটি বাস ছাড়া)।
“এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টা সকলে আন্তরিকতার সঙ্গে দেখলে আর বাসগুলো বাস টার্মিনাল থেকে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করলে বেনাপোলে থেকে যানজট কিছুটা কমবে বলে আমি মনে করছি।”
স্থানীয়রা বলছেন, যানজট নিরসনের লক্ষ্যে সরকার ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা ‘চক্রান্ত করে’ এই টার্মিনাল ব্যবহার করত না।
বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী এই পথে পারাপার হয়।
তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা যাওয়া করে থাকে। দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত।
এ সময় চালকরা এই দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা-কলকাতা মহাসড়কের দুই ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা নামার কাজ করত।
অপরদিকে স্থলবন্দরে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্য বোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখা হতো। এতে তীব্র যানজট তৈরি হত।
বাস টার্মিনাল চালু করার প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, “যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। কোন রকমেই বেনাপোল যানজট মুক্ত হচ্ছিল না। যানজটের কারণে সকালে পণ্য বোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হচ্ছিল।
“এতে আমরা ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিলাম। নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোল কিছুটা হলেও যানজট মুক্ত হবে বলে আমি মনে করি।”