৮ জানুয়ারি থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।
Published : 05 Jan 2024, 04:47 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর তিনদিন বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।
শুক্রবার সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ জানান, বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সময় ভারতীয় চ্যাংরাবান্ধার পণ্য রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। ৮ জানুয়ারি থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।”
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মুর হাসান কবির বলেন, নির্বাচনের জন্য দুইদিন বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।