“এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুমড়ে-মুচড়ে দেওয়া হয় স্থানীয় আহমদীদের নামাজ পড়ার স্থানটি।”
Published : 09 Apr 2025, 02:12 AM
রাজবাড়ী জেলার পাংশায় আহমদীদের বাহাদুরপুর নামাজ সেন্টারে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশ।
সংগঠনের বহিঃসম্পর্ক, গণসংযোগ প্রেস ও মিডিয়া বিভাগের সম্পাদক আহমদ তবশির চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “বিভিন্ন অজুহাতে আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের সদস্যদের উপর বিভিন্ন সময় কতিপয় উগ্র ধর্মান্ধরা আক্রমণ করে থাকে। বাহাদুরপুরে আহমদীয়া মুসলিম জামাতের নামাজ ঘরে সাম্প্রদায়িক এ আক্রমণের আমরা নিন্দা ও বিচার দাবি করছি।”
বিবৃতিতে বলা হয়, “৭ এপ্রিল গাজায় ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদ জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে সকলে যখন ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানাচ্ছেন, ঠিক সে সময় ফিলিস্তিনদের প্রতি সমর্থনের কথা বলে হামলা চালানো হয় আহমদীয়া মুসলিম জামাতের রাজবাড়ি জেলায় পাংশা উপজেলায় অবস্থিত বাহাদুরপুরের নামাজ সেন্টারে।
“এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুমড়ে-মুচড়ে দেওয়া হয় স্থানীয় আহমদীদের নামাজ পড়ার স্থানটি।”
আহমদ তবশির চৌধুরী বলেন, ৭ এপ্রিল আনুমানিক বিকাল ৫টায় এ হামলা করা হয়। টিনের নামাজ ঘরটির চারপাশ থেকেই টিন কেটে ফেলা হয়। ভাঙচুর করা হয় দরজা ও জানালা। আজান দেওয়ার স্থান থেকে শুরু করে খুতবার ডায়াসও ভেঙে ফেলা হয়।
“এক ভিডিওতে দেখা যায়, ইসরাইলের আগ্রাসনবিরোধী স্লোগান দিতে দিতে রাস্তার পাশে অবস্থিত আহমদীদের নামাজ সেন্টারের নিকটে পৌঁছালে মিছিল থেকে কিছু ব্যক্তি হঠাৎ করেই নামাজ সেন্টারে হামলা চালায়। এ সময় হামলাকারীদের মাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হলেও তারা টিনের দেয়াল ও জানালাগুলো ভাঙতে থাকে।”
আহমদীয়া মুসলিম জামাত বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি আবু বক্কার সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রমজান থেকে খেয়াল করেছি নামাজ পড়ার সময় মসজিদে ইট পাটকেল ছোড়ে। ২৭ রমজার ইটের আঘাতে একজন আহত হয়।
“গতকাল সোমবার মসজিদের পাশের বাড়ির একজন মহিলা ফোন দিয়ে বলল, নামাজ ঘরের বেড়া ভাঙ্চুর করছে। পরে একজনকে পাঠিয়ে কয়েকটি ছবি তুলে নিয়ে আসি।’
আবু বক্কার সিদ্দিক বলেন,গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মিছিল বের হয়েছিল সেদিন। আছরের নামাজের পর মিছিল থেকে মসজিদে হামলা চালানো হয়।
এর আগেও মসজিদ সরিয়ে নেওয়ার জন্য আহমদীয়াদের বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক উজ্জ্বল আহম্মেদ বলেন, “গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মিছিল বের হয় গতকাল। ওই মিছিলের কিছু মানুষ আহমদীয়া মুসলিম জামাতের নামাজ ঘরে ভাঙ্চুর করে। কারা করেছে সেটা জানি না।”
বাহাদুরপুর ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রুবেল শেখ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।”