রাজশাহীতে এ ঘটনায় জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা।
Published : 14 Sep 2024, 10:23 PM
রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে।
ঘটনার ছয় দিন পর শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিনের অভিযোগ, “৮ সেপ্টেম্বর বিএনপির পরিচয়ে কয়েকজন উপজেলার হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলের চেষ্টা করে। পরে হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করেন। তবে এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন দখলদাররা।”
এসময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ইউনিয়ন পর্যায়ের যুবদল ও ছাত্রদল নেতার নাম বলেন। পাশাপাশি আরও কয়েকজনের নাম বলেন, যাদের পরিবারের সদস্যরা আগে নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্য ছিলেন।
বেলাল উদ্দিন বলেন, শ্রমিক ইউনিয়নের কমিটিতে ২৪ জন আছেন; যাদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ ঘটনার প্রতিবাদ করায় তাকে প্রধান আসামি করে দখলদাররা মামলা করেছেন বলে অভিযোগ বেলাল উদ্দিনের।
বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ওই ঘটনায় জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।