শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Published : 10 Mar 2025, 05:10 PM
দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, অধ্যাপক সোবহানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জনের নিয়োগের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের অনুসন্ধান টিম করা হয়েছে।
দুদক বলছে, বর্তমানে অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি অবৈধ সম্পত্তি হস্তান্তর করে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
দুই মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সোবহান।
আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়কের দায়িত্বে ছিলেন তিনি।
সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও ছিলেন তিনি।