এ পর্যন্ত গোটা বিভাগে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৬৩ জন।
Published : 10 Nov 2023, 05:55 PM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুইজন প্রাণ হারিয়েছেন। এ সময়ের মধ্যে নতুন করে ১৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমির হোসেন (৭৫) ও ঝালকাঠির কীর্তিপাশা এলাকার মুক্তি (৫০)।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১৩১, পটুয়াখালীতে ৩৭, ভোলায় ৩১, পিরোজপুরে ১২৯, বরগুনায় ৮০ এবং ঝালকাঠিতে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩৪ হাজার ৭০৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৯২৪ জন। এ পর্যন্ত গোটা বিভাগে প্রাণ হারিয়েছেন ১৬৩ জন।
এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১২৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় ১০, পিরোজপুরে ১২, বরগুনায় পাঁচ এবং ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।