Published : 28 Jun 2023, 03:54 PM
বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে এবারও নির্বাচিত হয়েছিলেন টানা ২৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে দ্বায়িত্ব পালন করা সেলিম হাওলাদার। কিন্তু ষষ্ঠবারের মত তার কাউন্সিলের শপথ নেওয়া হল না।
মস্তিস্কে রক্তক্ষরণের পর বুধবার ভোরে ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস।
কাউন্সিলর সেলিমের সচিব মো. সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুমন জানান, তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে।
সেলিম হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বরুপ আলী হাওলাদারের ছেলে। নগরের ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার স্বরুপ আলী ম্যানসনের (চরবাড়িয়া লজ) বাসিন্দা ছিলেন তিনি।
তিনি নগরীর ব্যবসায়ী এলাকা হিসেবে পরিচিত বাজার রোড ও হাটখোলা এলাকার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে বরিশাল পৌরসভা থাকাকালীন সময়ে একটানা দুইবার কমিশনার ও চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হচ্ছেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে এবার সিটি নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
তবুও ষষ্ঠবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী ৩ জুলাই শপথ নেওয়ার কথা ছিল সেলিম হাওলাদারের।
তার ভাগিনা মুরাদ হোসেন অলিল জানান, কাউন্সিলর সেলিমের জানাজা বাদ আছর নগরীর বাজার রোড খাজা মাইনুদ্দিন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে নগরীর মুসলিম গোরস্থানে তার মরদেহের দাফন করা হবে।