তার সঙ্গে ছিলেন ইউএনডিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল।
Published : 14 Nov 2023, 04:58 PM
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। তার সঙ্গে ছিলেন ইউএনডিপির আট সদস্য একটি প্রতিনিধি দল।
এ সময় তারা বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেল্টারগুলো ঘুরে দেখেন ও সাধারণ রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে জিজ্ঞাসা করেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্পে প্রতিনিধি দল পৌঁছায় বলে জানান এপিবিএন এর ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি বলেন, প্রতিনিধি দলটি ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এর সাব ব্লক এইচ/৭১-এ অবস্থিত ইউএনইচসিআর এবং এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্পের মর্ডান ভিলেজ, ২০ নম্বর ক্যাম্পে এনজিও পরিচালিত বর্জ্য অপসারণ, ৪ নম্বর ক্যাম্পের পরিবেশ সুরক্ষা ও প্রকৃতি কেন্দ্র ও সিআইসি অফিস এবং খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, এরপর প্রতিনিধি দলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা সেখানকার কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং কার্যক্রম সম্পর্কে অবগত হন।
প্রতিনিধি দলটি দুপুর ২টায় ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]