পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে শ্বাসনালি কেটে গৃহবধূকে হত্যা করা হয়েছে।
Published : 03 Dec 2023, 06:55 PM
নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার চকগৌরী হাটের একটি চাল কলের পাশের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত লাইলী বেগমের বাড়ি জেলার মান্দা উপজেলার পার-এনায়েতপুর গ্রামে। তার স্বামীর নাম আমজাদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, চকগৌরী হাটে আব্দুর রহমানের ধানের চাতালে (চাল কল) গত দুই মাস থেকে শ্রমিকের কাজ করছিলেন স্বামী-স্ত্রী। তারা চাতালের একটি ঘরেই বসবাস করতেন।
রোববার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা ঘরের দরজা খুলে মেঝেতে লাইলীর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাসুয়া দিয়ে ওই গৃহবধূর শ্বাসনালি কেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মোজাফফর।