চাঁপাইনবাবগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক আরোহীর মৃত্যু

আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 10:45 AM
Updated : 16 Nov 2023, 10:45 AM

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরেক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাওয়েল মোড়ে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান। 

নিহত ওসমান আলী (৩০) ওই উপজেলার আমনুরা শীশাতলা গ্রামের ওয়ারেস আলীর ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুপুর ১২টার দিকে ওই এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহী ওসমান ও অজ্ঞাত ওই ব্যক্তি আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওসমান মারা যান। ময়নাতদন্তের জন্য ওসমানের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।