“তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য।”
Published : 23 Dec 2023, 10:38 PM
কর্মীদের মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, “নৌকার সমর্থকরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গোলযোগ সৃষ্টি করছে। মুড়াপাড়ায় ব্যানার-পোস্টার খুলে নৌকার পোস্টার লাগানো হয়েছে। বার বার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না।
“চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করব কীভাবে”, বলেন তৈমুর।
শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে প্রচারের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটার লক্ষণ দেখছি না। দিন যতই যাচ্ছে নৌকার লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে।
তৈমুর আলম বলেন, “প্রচারে গেলে অনেকেই কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কি-না সেই প্রশ্ন করেন। সবাই বলছেন, কেন্দ্রে যদি ভোট হয় তাহলে আপনাকে ভোট দেব।
নির্বাচন উপলক্ষে মোতায়েন করা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে কেন্দ্রে অবস্থানের ব্যবস্থা করার দাবি জানান তৃণমূলের এই প্রার্থী।
তিনি বলেন, “এবার শুধু রাস্তায় টহল চাই না। সেনাবাহিনী যদি কেন্দ্রে অবস্থান করতে না পারে তাহলে জোরজবরদস্তি সিল মারা বন্ধ করা যাবে না। তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য।”
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
এসব ব্যাপারে জানতে রাতে তাকে মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।